Pahela Falgun Bangla Sms

চমকিবে ফাগুনের পবনে,
পশিবে আকাশবানী শ্রবনে
চিত্ত আকুল হবে অনুক্ষণ
...অকারণ...
সহি কি করে
সখি রে ~~ সখি রে ~~
বল না তারে ~~
~~~~~~~~ ফাগুনের শুভেচ্ছা সবাই কে ~~~~ :)










সহি কি করে
সখি রে ~~ সখি রে ~~
বল না তারে ~~
মন মাতানো মহুয়া রঙ্গীন 
শীতল হাওয়ায়
গানের সুরে নাচের তালে
কোন আকাশে যায় 
মন হারিয়ে যায় মোর
মন হারিয়ে যায়।।

মিঠে মিঠে বাতাসের দোল 
সহি কি করে
সখি রে ~~ সখি রে ~~
বল না তারে ~~

গলায় মালা হাতে বালা 
পায়ে গাঁদার মল 
মাথায় টিকলী কানের দুলে 
দুলবে গাঁদার ফুল 
খোঁপার চুল বাঁধবো সখা
কৃষ্ণচূড়ার লালে।।

ভালবাসার এই অপেক্ষা
সহি কি করে
সখি রে ~~ সখি রে ~~
বল না তারে ~~

আগুন ঝরা ফাগুন বাতাস
সহি কি করে
সখি রে ~~ সখি রে ~~
বল না তারে ~~
মন মাতানো মহুয়া রঙ্গীন 
শীতল হাওয়ায়
গানের সুরে নাচের তালে
কোন আকাশে যায় 
মন হারিয়ে যায় মোর
মন হারিয়ে যায়।।
মিঠে মিঠে বাতাসের দোল 
সহি কি করে
সখি রে ~~ সখি রে ~~
বল না তারে ~~

গলায় মালা হাতে বালা 
পায়ে গাঁদার মল 
মাথায় টিকলী কানের দুলে 
দুলবে গাঁদার ফুল 
খোঁপার চুল বাঁধবো সখা
কৃষ্ণচূড়ার লালে।।

ভালবাসার এই অপেক্ষা
সহি কি করে
সখি রে ~~ সখি রে ~~
বল না তারে ~~

আগুন ঝরা ফাগুন বাতাস
সহি কি করে
সখি রে ~~ সখি রে ~~
বল না তারে ~~
মিঠে মিঠে বাতাসের দোল 
সহি কি করে
সখি রে ~~ সখি রে ~~
বল না তারে ~~
গলায় মালা হাতে বালা 
পায়ে গাঁদার মল 
মাথায় টিকলী কানের দুলে 
দুলবে গাঁদার ফুল 
খোঁপার চুল বাঁধবো সখা
কৃষ্ণচূড়ার লালে।।

ভালবাসার এই অপেক্ষা
সহি কি করে
সখি রে ~~ সখি রে ~~
বল না তারে ~~

আগুন ঝরা ফাগুন বাতাস
সহি কি করে
সখি রে ~~ সখি রে ~~
বল না তারে ~~
গলায় মালা হাতে বালা 
পায়ে গাঁদার মল 
মাথায় টিকলী কানের দুলে 
দুলবে গাঁদার ফুল 
খোঁপার চুল বাঁধবো সখা
কৃষ্ণচূড়ার লালে।।
ভালবাসার এই অপেক্ষা
সহি কি করে
সখি রে ~~ সখি রে ~~
বল না তারে ~~

আগুন ঝরা ফাগুন বাতাস
সহি কি করে
সখি রে ~~ সখি রে ~~
বল না তারে ~~
ভালবাসার এই অপেক্ষা
সহি কি করে
সখি রে ~~ সখি রে ~~
বল না তারে ~~
আগুন ঝরা ফাগুন বাতাস
সহি কি করে
সখি রে ~~ সখি রে ~~
বল না তারে ~~
আগুন ঝরা ফাগুন বাতাস
সহি কি করে
সখি রে ~~ সখি রে ~~
বল না তারে ~~
সবুজ... হলুদ... বাসন্তী ... !

বৃষ্টি শেষে অবাক চোখে
তাকিয়ে থাকা
সাতরঙের ওই রামধনুটা
নদীর ডাকে বলছে শোন~
এসো মেয়ে সামনে এসো
বসন্তের এই দিনে-





হাজার সুতোয় সুতোয় বোনা
সাতরঙের ওই সেই শাড়ি টা ~~~!
জড়িয়ে গায়ে
যাতে আমার ভালবাসা 
জড়িয়ে দিলাম এনে~~!
এসো মেয়ে সামনে এসো
বসন্তের এই দিনে~~~








মধুর মলয়-সমীরে মধুর মিলন রটাতে
কুহক লেখনী ছুটায়ে কুসুম তুলিছে ফুটায়ে,
লিখিছে প্রণয়-কাহিনী বিবিধ বরন-ছটাতে
হেরো পুরানো প্রাচীন ধরণী হয়েছে শ্যামল-বরনী,
যেন যৌবন-প্রবাহ ছুটিছে কালের শাসন টুটাতে;
পুরানো বিরহ হানিছে, নবীন মিলন আনিছে,
নবীন বসন্ত আইল নবীন জীবন ফুটাতে







আজি বসন্ত জাগ্রত দ্বারে
তব অবগুন্ঠিত কুন্ঠিত জীবনে
কোরো না বিড়ম্বিত তারে
আজি খুলিয়ো হৃদয়দল খুলিয়ো,
আজি ভুলিয়ো আপনপর ভুলিয়ো,
এই সংগীতমুখরিত গগনে
তব গন্ধ করঙ্গিয়া তুলিয়ো
এই বাহিরভূবনে দিশা হারায়ে
দিয়ো ছড়ায়ে মাধুরী ভারে ভারে
অতি নিবিড় বেদনা বনমাঝে রে
আজি পল্লবে পল্লবে বাজে রে -
দূরে গগনে কাহার পথ চাহিয়া
আজি ব্যকুল বসুন্ধরা সাজে রে
মোর পরানে দখিন বায়ু লাগিছে,
কারে দ্বারে দ্বারে কর হানি মাগিছে,
এই সৌরভবিহবল রজনী
কার চরণে ধরণীতলে জাগিছে
ওগো সুন্দর, বল্লভ, কান্ত,
তব গম্ভীর আহবান কারে


এই ফাগুনের বুকের ভেতর আগুন আছে.....এই আগুন-ঝরা ফাগুনের প্রতিবাদী শুভেচ্ছা সবাইকে !





আগুন ঝরা ফাগুন বাতাস
আগুন ঝরা ফাগুন বাতাস
সাদা...কাল... লাল... নীল...
মধুর বসন্ত এসেছে মধুর মিলন ঘটাতে



মানুষের মমতা আজ না থাক,
হোক সে নির্দয় আর নাপাক
তাদের সকল প্রতিভা হোক সুপ্ত,
তবু আজ বসন্ত
মানুষের হৃদয় আজ আনন্দে ভরে উঠুক,
দুঃখগুলি সব ঝরে যাক
মানুষের মন হোক অনন্ত,
আজ যে বসন্ত
পহেলা ফাল্গুনের শুভেচ্ছা

Also Read: Popular Falgun Sms


Enjoyed this sms? Subscribe to Favourite Sms via RSS Feed or Email & receive free updated sms

Subscribe Here for Lovely Sms